রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘর-বাড়ি, গাছপালা, ধান ও পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে পাটের আগা ভেঙ্গে ও থেতলে গেছে। ধান ঝড়ে পড়েছে জমিতে। প্রতিদিন বৃষ্টি হলেই দমকা হাওয়া লেগেই আছে। এরকম বৈরী আবহাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। গত শনিবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা কাল বৈশাখী ঝড়ে ঘর-বাড়ি, গাছপালা লÐভÐ হয়েছে। এলাকাগুলো হচ্ছে খোর্দ্দা, লাটশালা, চর তারাপুর, সুন্দরগঞ্জ বাজার, বেলকার চরাঞ্চল, কাপাসিয়া, হরিপুর, কঞ্চিবাড়ী, শোভাগঞ্জ, গংসার হাট, কছিম বাজার। এসব এলাকায় গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ লাইন ছিন্ন হওয়ায় গতকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কালবৈশাখী ঝড়ে আধাপাকা ঘর-বাড়ি, গাছপালা লÐভÐ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষক। ঘরের উপর উপড়ে পড়েছে বড় বড় গাছপালা। খোঁজ নিয়ে জানা গেছে, শিলাবৃষ্টিতে পাকা ধান ও পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উত্তর মরুয়াদহ গ্রামের নবী বকস জানান, তার শয়ন ঘর উড়ে নিয়ে অন্য জায়গায় ফেলেছে। ওই গ্রামের জবেদ আলী জানান, একটি বড় আম গাছ তার ঘরের চালের উপর উপড়ে পড়েছে। এতে তার ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান, পাটসহ বিভিন্ন ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় অফিস আদালতসহ বিদ্যুতের উপর নির্ভরশীলরা দারুণ বিড়ম্বনার মধ্যে পড়েছে। উপজেলার সুমাইয়া আধুনিক কম্পিউটারের প্রোপাইটার শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎ না থাকায় কোন কাজ করতে পারছি না। শান্তিরামের কৃষক রশিদ মিয়া জানান, তার পাকা ধান শিলাবৃষ্টির তোড়ে ঝড়ে পড়েছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, যে পরিমাণ ফসল ঘরে তুলতে পারতাম এখন তার এক চতুর্থাংশ ফসল ঝড়ে পড়ায় কৃষিতে এবার ক্ষতির সম্মুখীন হতে হবে। রামজীবন গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, এক দিকে বøাস্ট রোগে ধান চিটা হয়েছে । তার উপর কাল বৈশাখীর ছোবল ও শিলাবৃষ্টিতে ধান ঝরে পড়েছে। বেলকা চরের কৃষক আহসান হাবিব জানান, শিলাবৃষ্টির কারণে তার পাট ক্ষেতের আগা ভেঙ্গে ও থেতলে গেছে। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায় বøাস্ট রোগের জন্য কৃষকদের মাঝে পরামর্শপত্র প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া জানান, শোভাগঞ্জ বাজারে গাছ উপড়ে পড়ায় তা নিলামে বিক্রি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।