রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদীতে প্রায় ৭ হাজার পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রেতা আলিয়া ভুলুর স্ত্রী ফিরোজা বেগম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী আমবাগান পুলিশ শহরের ফতেমোহাম্মদপুর বিহারী বাজার এলাকায় আলিয়া ভুলুর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে গতকালই পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে ঈশ্বরদী থানা পুলিশ। টিএসআই মতিউর রহমান জানান, ফতেমোহাম্মদপুর এলাকার কুখ্যাত মাদক সম্রাট আলিয়া ভুলুসহ তার পরিবারের সদস্যরা প্রায় সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে তারা। স¤প্রতি আবারও আলিয়া ভুলুসহ তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সাথে সক্রিয় হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ওই বাড়ির চারপাশ ঘিরে অভিযান শুরু করে। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট আলিয়া ভুলু পালিয়ে গেলেও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হয় তার স্ত্রী ফিরোজা বেগম। আটক হওয়া ইয়াবার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।