Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িয়ে পাওয়া ডলার ভাঙিয়ে মাদক ব্যবসা

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩শ ফুট রাস্তা থেকে ৩ মাস পূর্বে অজ্ঞাত পথচারীর হারিয়ে যাওয়া সিঙ্গাপুরী ডলার কুড়িয়ে পেয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ী সোহেল ও সবুজ মিয়া। সূত্র জানায়, এ ডলার সংখ্যা ১ লাখ। আর তা উত্তরার একটি বেসরকারী  ব্যাংকের  মাধ্যমে ভাঙ্গিয়ে বাংলাদেশী টাকায়  পায় ৪০লাখ। শুধু তাই নয় এ টাকা তাদের ব্যবসায় খাঁটিয়ে ইয়াবা, হেরোইন, গাজা ও নানা নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করে চাঙ্গা হয়ে ওঠে। ফলে তাদের দৌড়াতেœ সদর ইউনিয়নের ইছাপুরা, বাগেরআগা, ভোলাইনসহ আশপাশ এলাকা হয়ে ওঠে মাদকের স্বর্গরাজ্য। সূত্র আরো জানায়, ডলার পাওয়া মাদক ব্যবসায়ীদের নেতা হিসেবে পরিচিত বাড়িয়া ছনির  নুর মোহাম্মদের ছেলে সোহেল (৩৫)ও বাগের আগা গ্রামের মিজু মিয়ার ছেলে সবুজ(৩৩) সহযোগী। তাদের মাদক ব্যবসার সহযোগী হিসেবে রয়েছে পিল মুন্সি, বাবু, আজিজুল সহ একটি চক্র। মাদক ব্যবসায় নিয়ে এতদিন অন্য একটি তাদের রাজ্য নিয়ন্ত্রণ করলেও এখন তা করে সোহেল ও সবুজ। তাদের কাছে থাকা কুড়ানো ডলার পুজি হিসেবে  নিয়ে খিলক্ষেত থানার এসআই শরিফ মিয়াকের ম্যানেজ করেই চালিয়ে যাচ্ছে তাদের এ ব্যবসা। স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িয়ে পাওয়া ডলার হলেও তা ছিনতাই করেছে কি না তা জানেন না তারা। তবে এ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের নিজেদের মাঝে একাধিকবার হামলা ও মামলার ঘটনা ঘটেছে। রূপগঞ্জ থানা পুলিশ তাদেরকে একাধিকবার মাদকসহ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজাও দিয়েছেন। এছাড়াও বহুবার পুলিশের হাতে ধরা খেয়ে টাকার বিনিময়ে ছাড়িয়ে ফের তাদের মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  ইসমাইল হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের হাতে কুড়িয়ে পাওয়া ডলার আছে এ ধরনের তথ্য জানা নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাদক ব্যবসা করে বলে জেনেছি। তাদের আটকের চেষ্টা চলছে। কুড়িয়ে পাওয়া ডলার ভাঙিয়ে মাদক ব্যবসা!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডলার

২২ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৬ জানুয়ারি, ২০২৩
৫ ডিসেম্বর, ২০২২
১৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ