Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় শাড়ি উদ্ধার

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার উপজেলার সীমান্তবর্তী করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকার একটি বাড়ি থেকে শাড়ীগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ী ফেনী জয়লস্কর বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ২০ বস্তায় ৯৮৭ পিচ শাড়ী রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। বিজিবির অলিনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পশ্চিম অলিনগর এলাকার প্রবাসী জয়নাল আবেদীনের বাড়ির আঙিনা থেকে শাড়িগুলো উদ্ধার করেছি। তবে শাড়ীগুলো কে বা কারা রেখে গেছে এই বিষয়ে কিছু বলতে পারেনি ওই বাড়ির মালিক। আমরা এখন শাড়ী পাচারের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। স্থানীয় এক আওয়ামীলীগ নেতাসহ কয়েকজন সন্দেহের তালিকায় রয়েছে। উল্লেখ্য, করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকা বাংলাদেশ ভারত-সীমান্ত এলাকা হওয়ায় প্রতিনিয়ত ভারতীয়, শাড়ী, মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য পাচার হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ