Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবলীগ চেয়ারম্যানের পথসভা

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা  সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী যুবলীগের নরসিংদী জেলার কাউন্সিল অধিবেশনে যোগদানের সময় রূপগঞ্জ এশিয়ান সড়কে একটি পথসভা করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধূরী। এ পথসভার আয়োজন করেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। গত রোববার স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি এলাকায় এ পথসভার আয়োজন করেন। এতে যোগদেন কেন্দ্রিয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধূরী ও সাধারন সম্পাদক হারুন উর রশিদসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় যুবলীগের সভাপতি সাধারন সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ যুবলীগ চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, বিএনপি জামায়াত জোট অপপ্রচার চালিয়ে দেশে জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে। ঘরে ঘরে প্রতিবাদ ও জঙ্গি তৎপরতায়  জাতিকে সজাগ করে দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন , সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর কমিটির সদস্যসহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ