Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজমের এডিসি আহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ৩:৫২ পিএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরের বজরাপুরের জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজমের এডিসি নাজমুল ইসলাম ও পুলিশের এসআই মহসিন আহত হয়েছেন। তাদের মধ্যে নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনো আস্তানাটি ঘিরে রাখা হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বজরাপুরে নব্য জেএমবির আস্তানায় সকালে অভিযান শুরু করলে ভিতর থেকে জঙ্গিরা বোমা ও গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে এক জঙ্গি নিহত হয়। এসময় ঘরের ভিতরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আরো একজন নিহত হয়। এসময় বাড়ির মালিক জহিরুল ইসলাম ও তার ছেলে জসিমকে পুলিশ আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ