বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতা : চার দফা দাবিতে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার সকালে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপন, নিরাপত্তাসহ চার দফা দাবিতে শনিবার রাত থেকে তারা ধর্মঘট শুরু করে।
ইন্টার্ন ডাক্তারদের দাবি রমেক হাসপাতালে দায়িত্ব পালনকালে প্রায়শই তাদের রোগীর স্বজনসহ বহিরাগতদের হামলার শিকার হতে হয়। এরই পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে চার দফা দাবিতে শনিবার তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।
দাবিগুলো হলো- ইন্টার্ন ডাক্তারদের নিরাপত্তা নিশ্চয়তা, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অ্যাটেনডেন্টদের দুপুর ১২ টার পর ছাড়া ওয়ার্ডে প্রবেশ নিষিদ্ধ করা, প্রতিটি ওয়ার্ডে সিকিউরিটি গার্ড নিয়োগ এবং হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্প স্থাপন।
এ ব্যাপারে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহফিজুল হক তালুকদার ও সাধারণ সম্পাদক ডা. আহমেদুল বারি জানান, হাসপাতালের পরিচালক তাদের চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
রমেক হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ জানান, ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে আলোচনার পর তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।