Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈলকূপায় ভয়াবহ অগ্নিকান্ড ৫ লাখ টাকার ক্ষতি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ২:৫৭ পিএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রাজনগর গ্রামে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রোববার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে রান্নাঘর, গোয়ালঘরসহ তিনটিঘর ভস্মীভূত হয়। এসময় আগুনে পুড়ে মারা গেছে একটি গরু। সেই সাথে ঘরে থাকা ধান, চাউল, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ভষ্মিভূত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক জানান, রোববার ভোর ৪টার দিকে আগুন লাগে আমার বসতবাড়ি ভস্মীভূত হয়ে গেছে। এসময় ঘরে থাকা ধান, চাউল,আসবাবপত্র, ছেলে মেয়ে বইপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। এমন কি এক মাত্র থাকার ঘরটা পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচেই বসবাস ছাড়া কোন উপায়। শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান উপজেলার রাজনগর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাড়ির লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ