Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১০:৫১ এএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত থেকে গুলিবিদ্ধ রসুল মিয়াকে (৩১) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বুড়িহাট সীমান্তে এই ঘটনা ঘটে। রসুল মিয়া কালিগঞ্জ উপজেলার সেবকদাশ গ্রামের হযরত আলীর ছেলে।
বিজিবি সূত্র জানান, রবিবার ভোরে উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫-এর ৫নং সাব পিলার এলাকায় রসুলসহ ১০/১২ জন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। এসময় ভারতীয় ১০০-সাউদ চামটা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া দিয়ে গুলিবর্ষণ করে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রসুল। এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফর সাড়া মেলেনি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ