Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্রের নামে দেশে আজ অনেক অপকর্ম হচ্ছে -গয়েশ্বর চন্দ্র রায়

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্রের নামে দেশে আজ অনেক অপকর্ম করা হচ্ছে । নতুন নতুন আইন করে এখন জনগনের কন্ঠ রোধ করে তারা ক্ষমতা চীরস্থায়ী করতে চাচ্ছে। তাদের জন্য বড় ধরনের যে কোন দুর্ঘটনা অপক্ষো করছে। বিএনপিকে দুর্বল মনে করে যারা ক্ষমতায় আছে তারাই বেশি দুর্বল। দেশটাকে পৈত্রিক সম্পত্তি মনে করবেন না। দেশটা হচ্ছে জনগনের। সাবেক সংসদ সদস্য ও বিএনপি নাসির উদ্দিন পিন্টুকে অকারনে জেল দেয়া হয়েছিল। তার মৃত্যু নিয়ে নানা মতান্তর রয়েছে। নাসির উদ্দিন পিন্টুর কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল না তাকে হত্যা করা হয়েছিল তা পরিবেশ পরিস্থিতি আসলেই বোঝা যাবে। নাসির উদ্দিন পিন্টু তার রাজনৈতিক জীবনে কারো সাথে আপোষ করে নাই। তিনি গতকাল শনিবার সকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তার জন্ম স্থান কেরানীগঞ্জের জিনজিরা লছমনগঞ্জ এলাকায় দরিদ্রদের মাঝে খাবার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোজাদ্দেদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজী নাজিম উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী, নাসির উদ্দিন পিন্টুর ভাই রিন্টু, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল কবীর পল, দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন বাবুল প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ