Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মণিরামপুরে আটক দশ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

মণিরামপুর (যশোর) উপজেলা সংবাদদাতা: যশোরের মণিরামপুরে কামরুল ইসলাম ফকির (৪০) নামের দশ বছরের সাজাপ্রাপ্ত এক ডাকাতকে আটক করেছে পুলিশ। সে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হাসাডাঙ্গা গ্রামের নিজাম ফকির ড্রাইভারের ছেলে। শুক্রবার দুপুরে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই আইনুদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের থেকে তাকে আটক করেন। সে ওই এলাকায় বহুদিন আত্মগোপনে ছিলেন। স্থানীয়রা জানান, পুলিশের হাতে আটকের আগে এলাকার লোকজন কামরুলকে ওই এলাকার বেলতলা মসজিদের সামনে থেকে আটক করে শাহাপুরে একটি ঘরে আটকে রাখে। খবর পেয়ে বিকেল ৩ টার দিকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আইনুদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের চালের টালি খুলে পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে । স্থানীয়রা আরো জানান, ১৯৯৮ সালে যশোরের খাজুরায় একটি পরিবহনের যাত্রী ও চালককে জিম্মি করে কামরুল ও তার সহযোগীরা ডাকাতি করেছিল। ওই সময় কামরুলের চাকুর আঘাতে কয়েক যাত্রী আহত হয়। ওই ঘটনায় কোতয়ালি থানায় দায়ের করা ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন জানান, কামরুল যশোরের কোতয়ালি থানায় দায়ের করা ১৯৯৮ সালের দায়ের করা একটি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাছাড়া তার বিরুদ্ধে মণিরামপুর থানায় ডাকাতি মামলার দুটি ওয়ারেন্টও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ