Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপনে কাল নওগাঁ যাচ্ছেন প্রেসিডেন্ট পতিসরে ব্যাপক প্রস্তুতি

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী আগামীকাল। এ বছর রবীন্দ্রজয়ন্তীর কেন্দ্রীয় অনুষ্ঠান নওগাঁ’র পতিসরে অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পরিতসরে বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে। কবির নিজস্ব জমিদারী কালিগ্রাম পরগণার কাচাড়ীবাড়ি আত্রাই উপজেলার পতিসরে নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি। কবিপুত্র দেবেন্দ্রনাথের নামে নির্মিত “দেবেন্দ্র মঞ্চ” সজ্জিত করা হয়েছে। ছায়া ঢাকা, পাখি ডাকা, নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত নিভৃত পল্লী পরিতসর কাচাড়ীবাড়ি এবং সংলগ্ন ভবনসমূহে সম্পূর্ণ হয়েছে শেষ মুহূর্তের ধোয়া মোছা ও রং বার্নিশের কাজ।
এ বছর কেন্দ্রীয় কর্মসূচী এখানেই উদযাপিত হওয়ায় পতিসরের রবীন্দ্রজয়ন্তীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাড. আব্দুল হামিদ।
নওগাঁ শহর থেকে ৩৬ কিলোমিটার দুরে আত্রাই উপজেলার নিঝুম-নিস্তব্ধ-নিভৃত পল্লী পতিসর। কবিগুরু রবীন্দ্রানাথ ঠাকুরের একান্ত নিজস্ব জমিদারী ছিল কালীগ্রাম পরগণা। এই পরগণার জমিদারী কার্যক্রম পরিচালিত হতো পতিসর কাচাড়ীবাড়ি থেকে। কবি প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে। এরপর থেকে তিনি ১৯৩৭ সাল পর্যন্ত নিয়মিত এই কাচারী বাড়িতে এসেছেন। এখানে বসে রচনা করেছেন অজ¯্র কবিতা, গান, ছোট গল্প, নাটক এবং উপন্যাস।
প্রেসিডেন্টের আগমন উপলক্ষে এলাকাবাসী, রবীন্দ্র অনুরাগী এবং সাহিত্যিকদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা এবং প্রত্যাশার সৃষ্টি হয়েছে। ইতমধ্যেই নওগা জেলার আত্রাই ও রানীনগর, বগুড়া জেলার আদমদিঘী ও নন্দীগ্রাম এবং নাটোর জেলার সিংড়া উপজেলায় শুরু হয়েছে উৎসবের আমেজ। বাড়িতে বাড়িতে আসতে শুরু করেছেন আত্মীয়স্বজন। বাবার বাড়িতে এসেছে মেয়ে জামাই আর নানা বাড়িতে এসেছে নাতী নাতনী। পতিসর রবীন্দ্র সংগ্রহশালার প্রতিষ্ঠাতা এম মতিউর রহমান মামুন, আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জি এম মাসুদ রানা এবং স্থানীয় সংাংস্কৃতিক কর্মী ওহেদুল ইসলাম মিলন বলেছেন এই প্রথম রবীন্দ্র জন্মজয়ন্তীর উৎসবে আত্রাই উপজেলার প্রত্যন্ত পল্লী পতিসরে আসছেন প্রেসিডেন্ট । পতিসর এ বছর ব্যপক পরিচিতি লাভ করবে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানসমুহের মধ্যে পতিসর এতোদিন ছিল অবহেলিত। কিন্তু এ বছর রাষ্ট্রপতির আগমনকে ঘিরে এখানকার মানুষের প্রত্যাশা অনেক বেশী। তাঁদের প্রাণের দাবী উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের। সাথে কৃষকদের ভাগ্যের উন্নয়নে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ এই ঘোষনা দিবেন এমনটায় আশা এখানকার রবীন্দ্র ভক্তদের।
প্রেসিডেন্টের আগমন উপলক্ষে পতিসরসহ আত্রাই ও রাণীনগর উপজেলায় নেয়া হয়েছে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা। নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক জানিয়েছেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে সে দিকে সার্বক্ষণিক নজর রাখছেন আইন শৃংখলা বাহিনী।
শেষ হলো ৮ম বামনা উপজেলা স্কাউট সমাবেশ
বরগুনা উপজেলা সংবাদদাতা ঃ বারগুনার বামনা গত শনিবার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে শেষ হলো ৩ দিন ব্যাপী ৮ম উপজেলা স্কাউট সমাবেশ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বাচ্চু। কাপকাম্পুরী তাবু জলসায় উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ