Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

উপকূলীয় বেড়িবাঁধে দেখা দিয়েছে ফাটল

সুন্দরবন সংলগ্ন নদী থেকে বালু উত্তোলন

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

রবিউল ইসলাম, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে  : সুন্দরবন সংলগ্ন নদীগুলো এখন অবৈধভাবে বালি উত্তোলন কারীদের দখলে। যে যেভাবে পারছে যত্রতত্র থেকে বালি উত্তোলন করে বহাল তবিয়্যাতে বানিজ্য করে যাচ্ছেন। সরকার সুন্দরবন সংশ্লিষ্ট নদী, খাল ও উপকুলীয় এলাকা থেকে বালি উত্তোলন সম্পুর্ন ভাবে নিষিদ্ধ ঘোষনা করেছেন। স¤প্রতি এক ডিসি সম্মেলন প্রধানমন্ত্রী জোরে সোরে বালি উত্তোলনের বিষয় কঠোর নির্দেশ দিয়েছেন। অথচ একটি মহল বনবিভাগকে ম্যানেজ করে উপজেলা প্রসাশনের নাম ভাঙিয়ে বহাল তবিয়্যাতে বালি বানিজ্যে মরিয়া হয়ে উঠেছে। গত মঙ্গলবার সকালে সরেজমিন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার সংলগ্ন তুফান রিসোর্স সেন্টার নামীয় একটি বে- সরকারী প্রতিষ্টানে বালি উত্তোলন করা হচ্ছে। স্থানীয় রুহুল আমিন নামের এক ব্যাক্তি চুক্তিতে আবদ্ধ হয়ে সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে ইন্জিন চালিত মেশিন দিয়ে বালি উত্তোলন করে যাচ্ছেন। সুন্দরবন থেকে অথবা সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে বহাল তবিয়্যাতে বালি ব্যবসায়ীরা বালি উত্তোলন করলেও বনবিভাগ সহ সংশ্লিষ্ট্য প্রসাশন নিরব। সরকার যেখানে বালি উত্তোলন না করার জন্য নির্দেশ দিচ্ছেন, অথচ সরকারী কিছু অসাদু কর্মচারী তারা নিজেদের স্বার্থে বালি উত্তোলন কারীদের সাথে সখ্যতা রেখে তাদের সাথে বালি বানিজ্যে অংশ গ্রহন করেছেন। সুন্দরবন সংলগ্ন নদী, খাল ও উপকুলীয় জনপদ থেকে বালি উত্তোলন বন্ধ না হলে সাধারন মানুষ ভয়ানক সমস্যায় পড়বে বলে অনেকেই জানিয়েছে। ইঞ্জিন চালিত মেশিন দিয়ে সুন্দরবনের ভিতরে লাগামহীন ভাবে বালি উত্তোলন করায় সুন্দরবনের প্রানী কুল, বনরাশি হুমকির মধ্যে পড়েছে। একদিকে অবৈধ ভাবে বালি তুলছে, অন্যদিকে বালি উত্তোলনের নামে বনের ভিতর ঢুকে মায়াবী হরিন শিকার করছে। কর্তন নিষিদ্ধ গাছ কেটে আনছে। সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে বহাল তবিয়্যাতে বালি উত্তোলন করার কারনে উপকুলীয় পাউবোর বেড়ীবাধে ও ব্যাপক ফাটল ধরেছে। সব মিলিয়ে সরকারী নিষিদ্ধ কাজটি বহাল তবিয়্যাতে প্রকাশ্যে কিভাবে হচ্ছে এটিই বোধগম্য নয় সচেতন মহল। এমুহুর্তে বালি বানজ্যি কারীদের রুখতে ননা পারলে সুন্দরবন, সুন্দরবনের প্রানী,পাউবোর বেড়ীবাধ, ও উপকুলীয় জনপদের হুমকির সম্মুখীনে অনিবার্য ভাবে পতিত হবে। একারনে কালিগঞ্জের সচেতন মহল জেলা প্রসাশকের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ