বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেট সার্কিট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের উপ-নিবন্ধক আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিচার বিভাগীয় তদন্তের জন্য সিলেট জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন জানান, ওই চিঠি পাওয়ার পর আজ শুক্রবার থেকে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সিলেট মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করছেন। তিনি ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
এর আগে সিলেট জেলা প্রশাসন গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটি এ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করে। গত বুধবার দিবাগত রাত থেকেই এ ঘটনার তদন্ত করছে কমিটি। তিন দিনের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। কমিটির প্রধান হিসেবে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমান।
প্রসঙ্গত, গত বুধবার সিলেটের আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
তাদের জন্য সিলেট সার্কিট হাউসে দুটি ভিভিআইপি কক্ষ প্রস্তুত রাখা হয়। কিন্তু গত বুধবার বেলা ১১টার দিকে ওই কক্ষ দুটিতে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কক্ষ দুটি পুড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।