Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া সড়কে তুষখালী কালেজের সামনে গতকাল শনিবার সকালে একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সাথে ধাক্কা লেগে গাড়ী উল্টে ২ ব্যাবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন মাওলানা আঃ সালাম(৬৫) ও তৌফিক মিয়া (৬০)। এ সময় কমপক্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন সেতারা বেগম জানান, চরখালী থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা মাহিন্দ্রটি শনিবার সকাল ৮টার দিকে তুষখালী বাজার অতিক্রম করে তুষখালী কলেজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে একটি তাল গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এতে মাহিন্দ্র যাত্রী মাওলানা আ. সালাম হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয় এবং তৌফিক মিয়া (৬০) নামের এক ব্যবসায়ী বরিশাল নেয়ার পথে ভান্ডারিয়ায় নিহত হয়। আহত ৩ জনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মাওলানা আ. সালাম হাওলাদার মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের মৃত মমিন উদ্দিন সুফি’র (ছারছীনার মরহুম পীর সাহেবের খলিফা) ছেলে।এছাড়া অপর নিহত তৌফিক মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাতিবপুর পৌরসভার পূর্ব চন্দ্র গ্রামে। তিনি ওই এলাকার মৃত গুলজার মিয়ার ছেলে।

ইয়াবাসহ আটক ১
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার ধানীসাফা এলাকায় অভিযান চালিয়ে ১৩২পিচ ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃত রাসেল উপজেলার ধানীসাফা গ্রামের হযরত আলী হাওলাদারের পুত্র। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, রাসেল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিল। রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ