Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে ছাত্রলীগের সাবেক নেতা খুন

বালু ব্যবসা ও সিএনজি স্টেশনে আধিপত্য বিস্তারের জের

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আমির হোসেন রাজনকে (৩৪) একদল দুর্বৃত্ত প্রকাশ্যে দিবালোকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে মেঘনা-গোমতী টোলা প্লাজার কাছে বলদাখাল নামক স্থানে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাজন দাউদকান্দি পৌরসভার কাজিরকোনা গ্রামের দেলোয়ার হোসেন বেপারীর ছেলে। জানা যায়, সকাল ১১টার দিকে আমির হোসেন রাজন বাড়ি থেকে টোল প্লাজার দিকে আসছিল। বলদাখাল পৌঁছার সাথে সাথে কোন কিছু বুঝে উঠার আগেই ৫/৬জনের একটি দুর্বৃত্তের দল হাতে রামদা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। রাজন মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রæত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আশপাশের লোকজন রাজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গৌরীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করলে যাওয়ার পথে রাজন মারা যায়। জানা যায়, এলাকার বালু ব্যবসা ও সিএনজি স্টেশনের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এই নির্মম হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। রাজন পাশের তিতাস উপজেলার কামাল চেয়ারম্যান হত্যা মামলার আসামি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ