Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে ৩য় শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে লম্পট গৃহশিক্ষক। এসময় ওই ছাত্রী ভয়ে অচেতন হয়ে যায়। গতকাল শনিবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানা পুলিশ লিটন মিয়ার পুত্র লম্পট গৃহশিক্ষক রাহাত (২১) কে গ্রেফতার করেছে। জানা গেছে, ওই গ্রামের মোশারফ হোসেনের মেয়ে বড়নল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী (৭) কে একই এলাকার লিটন মিয়ার পুত্র রাহাত তার নিজ বাড়ীতে গৃহশিক্ষক হিসেবে প্রাইভেট পড়াত। সকালে গৃহশিক্ষক অন্যান্য ছাত্রীদের প্রাইভেট পড়া শেষে ছুটি দিয়ে ৩য় শ্রেনীর ওই ছাত্রীকে রেখে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে তার মা রুমানা বেগম গৃহশিক্ষকের কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। এ ব্যাপারে ছাত্রীর চাচা গালিব বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দিলে পুলিশ লম্পট গৃহশিক্ষক রাহাতকে গ্রেফতার করে। শ্রীপুর থানার এস.আই নজমুল ইসলাম জানান, গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ