Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রতিবাদে সড়ক অবরোধ : আহত ৫

দুই পোল্ট্রি ফার্মের ঘর ভেঙে দিলো বন বিভাগ

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : উপজেলার প্রতিমাবংকী মৌজার প্রতিমাবংকী পশ্চিমপাড়া ৪৪৮ ও ৪৪৯নং দাগে নির্মিত দুটি পোল্ট্রি ফার্মের ঘর গতকাল শনিবার সকাল ৮টার দিকে ভেঙ্গে দিয়েছে বনবিভাগ। এতে প্রায় ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর দুটি ভাঙচুরের সময় জমির মালিক হাজী নৈয়মুদ্দিন, লোপা সহ ৫জন আহত হয়। আহতদের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ জনতা বংকী গ্যাস চৌরাস্তা এলাকায় সখিপুর-ঢাকা-টাঙ্গাইল সড়কে টায়ার জ্বালিয়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিবি গজারিয়া (কৈয়ামধু) বিটের বিট কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন, বনবিভাগের জমিতে ঘর উত্তোলন করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘর দুটি উচ্ছেদ করা হয়েছে। ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ঠান্ডু মিয়া বলেন, বর্তমান ইউপি সদস্য নজরুল ও তার চাচা জিন্নত আলী ষড়যন্ত্র করে ঘর দুটি ভাঙচুরে মদদ জুগিয়েছে। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বনবিভাগ বনভ‚মি দখলে সহযোগিতা করলেও ৬২ আর ও আর জমিতে ঘর নির্মাণ করলে কোন প্রকার নোটিশ ছাড়াই ভেঙ্গে দিচ্ছে। বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তিনি এর সঠিক বিচার দাবি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ