বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর জেলা বিএনপির যৌথ কর্মী সভা পুলিশ লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেড়শ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকি গুলি ছোঁড়ে পুলিশ। এ সময় ২০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভার বিএনপি’র সকল অঙ্গসংগঠন নিয়ে এক যৌথ কর্মীসভার আয়োজন করে জেলা বিএনপি। সেই অনুযায়ী গত মঙ্গলবার জেলা পুলিশের কাছে বিএনপি’র পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে তা প্রত্যাহার হয়। সকালে যৌথ কর্মীসভার জন্য দলীয় লোকজন চরমুগয়িরা এলাকায় একত্রে জড়ো হলে পুলিশ লাঠিচার্জ করে তা পণ্ড করে দেয়। এ সময় দেড়শ কর্মী আহত হন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সাবেক এমপি হেলেন জেরিন খানসহ বিএনপির সিনিয়র নেতারা বিএনপির কর্মী সভায় উপস্থিত ছিলেন।
লাঠিচার্জের ঘটনা পরিকল্পিত বলে ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। পুলিশের দাবি, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে কর্মীসভায় লাঠিচার্জ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।