বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দায় হ্যান্ডকাপ পরা আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কোর্ট পুলিশের তিন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে পালিয়ে যাওয়া আসামি সাইনুল ইসলামকে তিনদিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আদালতের আদেশের কপি আনার সময় আসামি সাইনুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাপ খুলে কৌশলে পালিয়ে যান। এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে কোর্ট পুলিশের তিন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাদের পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক ও দুইজন কনস্টেবল রয়েছেন।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, পলাতক ওই আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। পালিয়ে যাওয়ায় তার নামে আরো একটি মামলা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তিন কোর্ট পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।