Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার ইউপি চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সাথে বিদ্রোহীদের ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার বেড়া উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সমর্থকদের সাথে আ’লীগের ২ বিদ্রোহী প্রার্থী সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষে গুলিবদ্ধিসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন । বৃহস্পতিবার রাতে ঐ উপজেলার ঢালারচর ইউনিয়নে এই সংঘর্ষ হয়। এ সময় ৬ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। সূত্র মতে, আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী সরদারের সমর্থকদের সাথে একই দলের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন ও জুলহাস হোসেনের কর্মি সমর্থকদের মধ্যে রাতে সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৬ জন গুলিবিদ্ধ হন। তারা হলেন, পাশান শেখ, কালাম ফকির, আহেদ আলী, মাহতাব, আব্দুস সালাম, গোলাম খা । গুলিবিদ্ধদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী সরদার অভিযোগ করেছেন,প্রতীক বরাদ্দের পরই পাবনা-২ আসনের এম.পি খন্দকার আজিজুল হক আরজুর সর্মথনপুষ্ট নাসির উদ্দিন ও জুলহাস ও তার কর্মি সমর্থকরা কাটা রাইফেল, বন্দুক ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে শুরু করে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢালার চরের সিদ্দিক মোড়ে তার অফিসে হামলা ও গুলি বর্ষণ করে। তার সমর্থকরা প্রতিহত করতে গেলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে উঠে । সংঘর্ষে ৬জন গুলিবিদ্ধ হয়েছে। আহত কমপক্ষে ২৫ জন। এই হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বিদ্রোহী প্রার্থী সমর্থকরা । সূত্র মতে, এই ঘটনার সাথে এম.পি খন্দকার আজিজুল হক আরজুর কোন সম্পৃক্ততা নেই। এ ঘটনায় কোরবান আলী সরদার বাদী হয়ে আমিনপুর থানায় নাসির উদ্দিন ও জুলহাসের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০জনের নামে মামলা করেছেন। পুলিশ বলছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ