বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে এক নারী খুন হয়েছেন। নিহত হেলেনা আকতার (২৭) নেত্রকোনার পূর্বধলার লরকরিচড় গ্রামের মৃত মিরাজ আলীর মেয়ে। স্বামী মাটি কাটা শ্রমিক ইমান আলীর সঙ্গে পল্লবীর কালশির কালাপানি এলাকায় থাকতেন তিনি।
গতকাল শুক্রবার বিকালে কালশির কালাপানি এলাকায় স্বামীর ধারালো অস্ত্রের আঘাতের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল সুত্র জানায়। হাসপাতালে নিহতের ভাই মো. রতন সাংবাদিকদের বলেন, দাম্পত্য কলহের জেরে বিকালে হেলেনের স্বামী ইমান আলী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় আশপাশের লোকজন ইমানকে আটক করে। খবর পেয়ে হেলেনাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে বিকাল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হেলেনের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।