বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বোয়ালখালীতে আওয়ামীলীগ নেতার বাড়ীতে অভিযান
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামীলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের একাধিক টিম। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় এঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যানের ছোট ভাই অস্ত্র ব্যাবসায়ী সাইফুদ্দীন বাপ্পী ও রুমীর নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়েছে তাদের সহযোগীরা। এতে ৪ পুলিশ অফিসার আহত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানিয় একাধিক সূত্রে জানা যায়- গত বৃহস্পতিবার রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে ৪/৫ জনের সাদা পোশাক পরিহিত নগর পুলিশের একটি দল অস্ত্র কেনার ভান করে উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. বেলাল হোসেনের হোরারবাগের বাড়ীতে আসে। এ সময় পুলিশ সুকৌশলে চেয়ারম্যানের ছোট ভাই কথিত অস্ত্র ব্যাবসায়ী সাইফুদ্দীন বাপ্পীকে আটক করতে চাইলে বাপ্পীর আরেক ছোট ভাই রুমি ও তার সহযোগীরা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে বাপ্পীকে ছিনিয়ে নেয়। এ সময় তাদের হামলায় বায়েজিদ থানার এরশাদ, সঞ্জয়, আইয়ুব, ও চাঁন্দগাও থানার মফিজ উদ্দিন সহ ৪ পুলিশ অফিসার আহত হয় বলে জানান নগর পুলিশের সহকারি কমিশনার মোবাশ্বের আহমদ। তিনি আরো জানান- নগর, জেলা ও স্থানিয় থানা পুলিশের একাধিক টিম বাড়ীটি ঘেরাও করে রাতভর অভিযান চালায়। এ সময় বাড়ীর ভেতর তল্লাশী চালিয়ে ১টি বিদেশী রিভলবার, শার্টারগান ১টি, এয়ারগান, চাইনিজ কুড়াল, ৪টি দা, ১৬ টি ছোড়া, বায়ু সরবরাহকারী মেশিন ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পুলিশের একাধিক টিম বাড়িটি গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ঘিরে রেখেছে বলে জানান স্থানীয়রা।
পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ খান জানান, নগরীর বায়েজিদে অস্ত্র উদ্ধারের সূত্র ধরে অভিযান চালিয়ে বোয়ালখালী ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে এ আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে পুলিশ সদস্যদের উপর সঙ্গবদ্ধ হামলা চালিয়ে চেয়ারম্যানের ভাই অস্ত্র ব্যবসায়ী সাইফুদ্দিন বাপ্পী ও রুমি পালিয়ে যায়। অস্ত্র উদ্ধার ও তাদেও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে সিএমপি’র পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মোবাশ্বের আহমেদের নেতৃত্বে বায়েজিদ থানাসহ অভিযানে আসে পুলিশের একাধিক টিম। তাদের সাথে বোয়ালখালী থানা পুলিশও যোগ দেয়।
প্রসঙ্গত: গত পহেলা মে বায়েজিদের দক্ষিণ শহীদ নগর এলাকা থেকে দুইটি অস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজসহ তিনজনকে গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে সাইফুদ্দিন বাপ্পীর অস্ত্র ব্যাবসার সমস্ত তথ্য উঠে আসে। আর এর সূত্র ধরেই পুলিশ চেয়ারম্যানের বাড়ীতে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, কথিত বাপ্পীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এলাকাবাসি জানায় এর পূর্বেও অনেকবার আইন শৃংখলা বাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন সময় চোরাই মোটর সাইকেল সহ অস্ত্র উদ্ধারে সক্ষম হয়েছিল বাড়ীটি থেকে। এনিয়ে চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, এটা আমার পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশ অস্ত্র উদ্ধারের নামে তান্ডব চালিয়ে আমার বাড়ী-ঘরে ভাংচুর চালিয়েছে। তবে এ অভিযানের সময় আমি বাড়ীতে ছিলাম না।
নিউ কাজী’স ওয়াটার পাম্পের ত্রি-মাসিক প্রশিক্ষণ কর্মশালা
নিউ কাজী’স ওয়াটার পাম্পের অফিসারবৃন্দের নিয়ে ত্রি-মাসিক প্রশিক্ষন কর্মশালা গতকাল সাভারে অনুষ্ঠিত হয়। নিউ কাজী’সের চেয়ারম্যান কাজী মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ আব্দুল মান্নান। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রফেসর মিনাল কান্তি পাল, মাও: মুক্তার হোসাইন, ব্যাংকার হাওলাদার আহ্ম্মাদ আলী, মোঃ ফারুক আহম্মেদ সহযোগিতায় মোঃ বনি আমীন, মোঃ রবিউল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ খোরশেদ আলম ও মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুর রহমান প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ আব্দুল মান্নান বলেন, পানির প্রয়োজনীয়তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তা অতি প্রয়োজনীয়। দ্রæততম সময়ের মধ্যে আমাদেরকে সেবার মান আরও নিশ্চিত করতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।