Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশে^র চিন্তাধারা আজ ইসলামমুখী-মাও. আবদুল লতিফ নেজামী

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, বিশে^র চিন্তাধারা আজ ইসলাম-মুখী। ইসলামের আদর্শে সারা বিশ^ অনুপ্রাণিত। বিশ্বব্যাপী ইসলামের নব জাগরণ সূচিত হচ্ছে। অথচ মুসলমান বলে পরিচয় দিতে আমরা কুন্ঠিত। আত্মবিশ^াস ও নিজের ঘরের প্রতি মমত্ববোধের অভাবই আমাদের এ দূর্বলতা।
তিনি গতকাল পুরানা পল্টনস্থ কার্যালয়ে আগত ছাত্রদের উদ্দেশ্যে এ কথা বলেন
তিনি বলেন, যারা ইসলামের বিরুধিতা করে, ইসলামের মর্মবাণীর সাথে তাঁদের পরিচয় ঘটেনি। তাঁরা ইসলামকে সত্য বলে চিনতে পারেনি। ইসলামের স্বরুপ তারা সম্যকরূপে উপলব্ধি করতে পারেননি। ইসলাম চির উদার ও চির নির্মল। তাই ইসলামকে কেউ কলুষিত করতে পারবেনা। কোন অপবিত্রতাই ইসলামকে স্পর্শ করতে পারেনা। ইসলাম সকলকে গ্রাস করতে পারে। কিন্তু ইসলাম নিজে কারো কাছে মাথা নত করে না। আপন চিন্তা পৌরুষ ও মহিমা দ্বারা সকল কলুষতা ও মলিনতার প্রবাহকে রোধ করা ইসলামের নীতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ