Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে হামলা শিকার প্রধান শিক্ষক : মামলা দায়ের

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ বি.দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম বদরুল হককে (৪৭) কে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। পরে আহত প্রধান শিক্ষক বদরুল হককে গফরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে। আহত প্রধান শিক্ষক জানান, কয়েক মাস আগে গঠিত স্কুলের এডহক কমিটিতে জায়গা না পেয়ে ক্ষোভের কারণেই ওয়ার্ড আ. লীগ সভাপতি সাইফুল ইসলাম (সাইফুল মেম্বার) এ ঘটনা ঘটিয়েছে। তবে অভিযুক্ত সাইফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, স্কুলের পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন আটক ও স্কুলের কাজে টাকা নেয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের প্রস্ততি সহায়ক পরীক্ষা চলছিল। এ সময় কর্তব্যরত শিক্ষকরা ৮ জন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন দেখতে পান। শিক্ষকরা তখন এসব মোবাইল তাদের হাতে নিয়ে নেন। এ সময় এসব শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়ে শিবগঞ্জ বাজারে গিয়ে স্থানীয় ইউপি সদস্য ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম ও যশরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুমন মিয়ার কাছে ঘটনা জানায়। ওয়ার্ড আ. লীগ সভাপতি সাইফুল ইসলাম আগে থেকেই স্কুলের প্রধান শিক্ষকের প্রতি ক্ষুব্ধ ছিলেন। শিক্ষার্থীদের অভিযোগকে কাজে লাগিয়ে দুপুর সাড়ে ১০টার দিকে সাইফুল ইসলাম ও যুবলীগ নেতা সুমন মিয়ার নেতৃত্বে একদল যুবক স্কুলে আসে। বহিরাগত যুবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের মটর সাইকেল নিয়ে যায়। মটর সাইকেলটি নিয়ে গিয়ে রাখা হয় শিবগঞ্জ বাজারে সাইফুল ইসলামের দোকানের পেছনে। এ ঘটনায় প্রধান শিক্ষক বদরুল হক সহ স্কুলের আরও কয়েকজন শিক্ষক মটর সাইকেলটি আনতে সাইফুল ইসলামের কাছে যায়। সাইফুল ইসলামের কাছ থেকে মোটর সাইকেলটি আনতে গেলে সাইফুল ইসলাম ও সুমন মিয়ার নির্দেশে একদল যুবক প্রধান শিক্ষক বদরুল হককে বাঁশ দিয়ে এলাপাথারি পিটিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে প্রধান শিক্ষক বদরুল হককে উদ্ধার করেন।
এ সংবাদ স্কুলে পৌছলে স্কুলের ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বর্জন করে শিবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু সন্ত্রাসীরা এসব ক্ষুদে শিক্ষার্থীদেরও ধাওয়া দেয়। পরে এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। আহত প্রধান শিক্ষক এস এম বদরুল হক বলেন ২/৩ মাস আগে তাদের স্কুলের এডহক কমিটি গঠন হয়েছে। সাইফুল মেম্বার ঐ কমিটিতে আসতে চেয়েছিলেন। কিন্তু সে আসতে পারেনি। তখন থেকেই সাইফুল মেম্বার তাকে নানান ভাবে হুমকী দিত। গত বৃহস্পতিবার সুযোগ বুঝে তার ওপর হামলা চালানো হয়। প্রধান শিক্ষক বলেন, সাইফুল মেম্বার, যুবলীগ নেতা সুমন, আব্দুল্লাহ, নাগর মোস্তাকিম প্রমুখ এ হামলায় নেতৃত্ব দেয়।
গফরগাঁও থানার ওসি মোঃ মাহবুব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ দিকে যশরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম রিয়েল জানার, দীর্ঘ দিন ধরে এ স্কুলের কমিটি নিয়ে দ্বন্ধ চলে আসছে। গফরগাঁও উপজেলা শাখা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা বিজ্ঞান সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান বাহার জানান , এ ঘটনার কঠোর শাস্তির দাবি করছি । যাতে এ ধরনের ঘটনার আর না ঘটে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ