বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁ সদর উপজেলার গোপাই গ্রামে সামাদ জেল ব্রিকস এর বিষাক্ত গ্যাসে ওই এলাকার প্রায় দুই শত বিঘার জমির আধাপাকা ধান, পাট, বাদাম ও শাক সবজিসহ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় এক কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপুরুন চেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে জানা যায়, সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের গোপাই গ্রামের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি কোন প্রকার নিয়মনীতি উপেক্ষা করে টাকার জোরে দীর্ঘ ৫ বছর ধরে সামাদ জেল ব্রিকস নামে একটি ইট ভাটা দেয়। প্রতি বছর ইট পোড়ানে শেষ হলে ভাটার বিষাক্ত গ্যাস ছেড়ে দিলে আশে পাশের ধান, পাট, বাদামসহ অন্যান্য ফসল পুড়ে যায়। এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তা বরাবর অভিযোগ করেও কোন লাভ হয় না। গত ৩০ এপ্রিল ওই ভাটার বিষাক্ত গ্যাস ছেড়ে দিলে আশে পাশের প্রায় ২ শত বিঘার আধাপাকা ধান, পাট, বাদামসহ অন্যান্য ফসল পুড়ে যায়। এছাড়াও আম বাগানের আম, লিচু বাগানের লিচু পচে নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্থরা আরও জানায়, ভাটার মালিককে বার বার বললেও কোন কর্নপাত করে নাই। তিনি ফসলের কোন প্রকার ক্ষতিপুরুন দিবেন না ।এ ব্যাপারে ভাটার মালিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ভাটার কারনে ফসলের ক্ষতি হয় নাই। কোন রোগ বালাই ধরে ফসলের ক্ষতি হয়েছে বলে জানান তিনি। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের দায়িত্বে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা দেওয়ান জুলজার রহমান ভাটার বিষাক্ত গ্যাসের কারণে প্রায় শতাধিক বিঘার আথাপাকা থান, পাট, বাদামসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা অবিলম্বে ওই ভাটার মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরুনের দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।