Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০১৭-১৮ অর্থবছরের আসন্ন জাতীয় বাজেটে গার্মেন্ট শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখার দাবি জানিয়েছে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। পাশাপাশি গার্মেন্ট শ্রমিকদের স্বাস্থ্যসেবা, আবাসন, রেশনিং ও পরিবহন খাতে বরাদ্দেরও দাবি জানিয়েছন সংগঠনটির নেতারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, আগামী বাজেটে গার্মেন্ট শ্রমিকদের জন্য নির্দিষ্ট বরাদ্দ রাখতে হবে। দেশে প্রায় সাড়ে ৫ হাজার গার্মেন্টস কারখানায় কর্মরত ৪৫ লাখ শ্রমিক অস্বাস্থ্যকর পরিবেশে জীবন যাপন করেন। নারী শ্রমিকরা ঝুঁকি নিয়ে অনিরাপদে সন্তান প্রসব করে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, দেশের উন্নতি হবে। গার্মেন্টস শ্রমিকরা নিরাপদ থাকলে বৈদেশিক মুদ্রার আয় বাড়বে।
সংগঠনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, নাগরিক পরিষদের আহŸায়ক শামসুদ্দীন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরাইনে সুলতান বাহার প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ