বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্য বিবাহে বাধা দেয়ায় সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্র জহুরুল ইসলাম মিন্টু (২৫) শুক্রবার ভোরে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। জহুরুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বন গ্রামের (কারিগর পাড়া) মৃত কপিল উদ্দিনের ছেলে গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণির ছাত্র জহুরুল ইসলাম মিন্টু (২৫) গত মঙ্গলবার সন্ধ্যায় নয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে নাজিম উদ্দিন হাজির বাড়ির পার্শ্বে পৌছিলে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিতে জহুরুলের ওপর হামলা চালায় এবং জহুরুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় জহুরুলের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত জহুরুলকে প্রথমে গোবিন্দগঞ্জ ও পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে জহুরুল ইসলামের মৃত্যু হয়। জহুরুলের মৃত্যুর খবরে পরিবারে আহাজারি শুরু হয়। সকাল থেকে শত শত মানুষ জহুরুলের বাড়ীতে ভিড় জমায় এবং গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জহুরুলের বড় ভাই বাবু মিয়া জানায়, কিছুদিন আগে একই গ্রামের আশরাফুলের মেয়ের বাল্য বিবাহে বাধা দেয়ায় সবুজ, লিটনের নেতৃত্বে ৬/৭জন সন্ত্রাসী গত মঙ্গলবার সন্ধ্যায় তার ভাই জহুরুল ইসলামের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। গুরুতর আহত জহুরুলকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সে মারা যায়। শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জহুরুলের ভাই, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সাথে কথা বলেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ঘটনার নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।