Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে চায়নি হযরত আলী -ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু

শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: বিচার বঞ্চিত হয়ে চলন্ত ট্রেনের নিচে মেয়েকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহননকারী হযরত আলীর কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে চাননি। পরিবারের কলঙ্ক ঘুচাতেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর কর্নপুর গ্রামের হযরত আলীর স্ত্রী হালিমার খোঁজখবর নিতে গিয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও ড্যাবের সাধারণ সম্পাদক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু এ কথা বলেন। সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরও বলেন, বিচার চেয়ে হালিমা স্বামী সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও ন্যায় বিচার পাননি। বিচার না পাওয়ার কারনে অসহায় পিতা তার মেয়েকে নিয়ে আত্মহননের পথ বেছে নেন। মান-ইজ্জত নিয়ে গ্রামে বেঁচে থাকার অবস্থা না থাকায় কলঙ্ক ঘুঁচাতে তিনি মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ডা. বাচ্চু আরও বলেন, অনির্বাচিত সরকারের আমলে দেশে বিচার নেই, গনতন্ত্র ও আইনের শাসন নেই। মানুষের নেই ভোটাধিকার, নেই মৌলিক অধিকার। । বর্তমানে দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রকট হয়ে দাঁড়িয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি হালিমার খোঁজখবর নিতে এসেছেন। এসময় তিনি হালিমাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং যাবতীয় চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন। তিনি এ ঘটনার মূল হোতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। এসময় বিএনপি নেতা মশিউর রহমান টিটু, সাইফুল হক মোল্লা, কবির মন্ডল, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম পলাশসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ