বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা জেলা সংবাদদাতা: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স¦প্নের আধুনিক শিক্ষিত জাতি গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সরকার দেশের সকল শিশুর শিক্ষা সহায়তা নিশ্চিত করেছে । দেশকে দারিদ্রমুক্ত করার এক মাত্র উপায় হিসেবে সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ত প্রদান করেছে । তিনি বলেন পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর সরকারগুলো ক্ষমতাকে কুক্ষিগত করে সাধারণ মানুষকে শিক্ষাসহ তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করেছে । তিনি গতকাল গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ , উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন , যুবলীগের সাধারন সম্পাদক নাসিরুল আলম স্বপন সহ সরকারী কর্মকর্তা জেলা ও উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ। ডেপুটি স্পীকার বলেন সরকার বছরের প্রথম দিনই প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেনী পর্যন্ত পাঠ্যপস্তুক বিতরনের উদ্দ্যোগ গ্রহন করে অভিভাবকদের এই সংক্রান্ত খরচ লাঘব করেছে । তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাশ রুম বিজ্ঞান ভিত্তিক শিক্ষা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে । এসময় শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা কথা তুলে ধরে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি শিক্ষিত জাতি গঠনে নারীদের শিক্ষাকে অবৈতনিক করেন এবং নারীদের শিক্ষাকে সম্পূর্ণ পরিপুরক করেন । বর্তমান সরকাকে শিক্ষা বান্ধব হিসেবে আখায়িত করে তিনি বলেন দেশ ও জনগনের উন্নয়নে বর্তমান সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচী সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে ৮২ জন জিপিএ ৫ ও মেধাবী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।