বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা সংবাদদাতা : ইরি ধানের ক্ষেতের পানি দেয়াকে কেন্দ্র করে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কামারেরচর সাহাব্দীরচর ও ৭নং চর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজ সকাল ১০টা থেকে দুইটা পর্যন্ত ৪ঘন্টাব্যাপী সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলে। এসময় ইটপাটকেলের ঢিলে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়েছে।
পরে পুলিশ এসে এক ঘণ্টারও বেশী সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রামের লোকজন নিজ নিজ অবস্থানে রয়েছে।
পুলিশের পক্ষ থেকে এ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাজহারুল করীম জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখানে এখানে এখন স্বাভাবিক অবস্থা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।