বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনার কয়রা উপজেলায় “সময়ের খবর”র প্রতিনিধি ও কয়রা মদিনাবাদ মডেল স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের ব্যবস্থাপনা প্রভাষক মোঃ আনিসুজ্জামানের ৮বিঘা জমি জবর দখলে নিয়েছে প্রভাবশালীরা। স্থানীয় শালিসের পর জমি ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা করছে তারা।
ক্ষতিগ্রস্ত সুত্রে জানা গেছে, গেল বছরের কয়রার দক্ষিন বেদকাশী ইউনিয়নের বারিক সরদারের ছেলে মোজাফ্ফার সরদার জমির মালিক সাংবাদিক আনিসুজ্জামানকে না জানিয়ে ডীড বা চুক্তি ছাড়াই তার জমিতে রাতারাতি রাস্তা দিয়ে তার মৎস্য ঘেরের অন্তর্ভূক্ত করে নেয়। বিষয়টি জমির মালিক জানতে পেরে মোজাফ্ফার সরদারের সাথে কথা বললে মোজাফ্ফার সরদার বিভিন্ন মাধ্যমে হারি দেয়ার কথা বলে ঐ মুহুর্তে সমঝোতা করে। কিন্তু উক্ত মোজাফ্ফার সরদার অদ্যবদি কোন হারির টাকা পরিশোধ না করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জমির মালিকের সাথে তাল-বাহানা শুরু করে। বিষয়টি শেষ পর্যন্ত দক্ষিন বেদকাশী ইউনিয়ন পরিষদ পর্যন্ত গড়ালে ইউনিয়ন পরিষদ শালিশী আদালতের গত ১৩ এপ্রিল রায়ে মোজাফ্ফার সরদারকে বকেয়া হারির টাকা পরিশোধের জন্য দুই মাস সময় দেয়া হয়। একই সাথে আনিসুজ্জামানের পৈত্রিক তফশীলভূক্ত ৮বিঘা ১৫ কাঠা দ্রæত জমি বের করে দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু সেই থেকে প্রায় একমাস অতিবাহিত হলেও দখলবাজ মোজাফ্ফার সরদার জমির প্রকৃত মালিককে তার জমি বের করে দেয়নি। বরং জমি মেপে বের করে দেওয়ায় স্থানীয় ৬নং ওয়ার্ডের সদস্য মোহর আলী সরদারকে মামলার ভয় দেখাচ্ছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক আনিসুজ্জামান তার পৈত্রিক জমি ফেরত পেতে সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
খুলনা ব্যুরো : খুলনার খানজাহান আলী সেতু (রূপসা ব্রীজ) এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে ভারতের অবৈধভাবে আনা বিপুল পরিমান পণ্য জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত বিলাশবহুল শাড়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার এম ফরিদুজ্জামান খান জানান, জব্দকৃত পণ্যসমূহের মধ্যে রয়েছে বিলাশবহুল শাড়ি। যার আনুমানিক মূল্য ৪৬ লাখ ৫ হাজার টাকা। অভিযানের খবর টের পাচারকারীরা পালিয়ে যায়। কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি চোরাচালান নিয়ন্ত্রনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।