Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে এসএসসি পরীক্ষায় ফেল করে বিষ পানে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : এবারের এৃসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাহমুদা আকতার(১৬) এবং শিপ্রা সমদ্দার(১৬) নামে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মাহমুদা আকতার উপজেলার রাহুতকাঠি গ্রামের মো. মাহবুবের মেয়ে এবং শিপ্রা সমদ্দার বানারীপাড়ার তেতলা গ্রামের সাগর সমদ্দারের মেয়ে। গত বৃহসপতিবার(৪ এপ্রিল) রাতে মাহমুদা  ও শিপ্রা তাদের নিজ বাড়িতে বসে কিটনাশক পান করে গুরতর অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাৎক্ষনিক তাদেরকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে মাহমুদার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। মাহমুদা আকতার নেছারাবাদের আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং শিপ্রা উদয়কাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হিসেবে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন জানান, মাহমুদা তার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। উদয়কাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শিপ্রার মা বলেন, শিপ্রা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে আখক্ষেতের জন্য রাখা ঘর থেকে কীটনাশক খেয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ