পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : মাঠে খেলছিলো কিশোর-যুবকেরা। এসময় বল গিয়ে পড়ে মাঠের পাশ দিয়ে যাওয়া এক যুবলীগ নেতার গায়ে। আর এতে ক্ষুদ্ধ হয়ে ওই নেতার সাঙ্গপাঙ্গরা এলাকায় গুলি ছুঁড়ে। ঘটনাটি ঘটেছে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে গত বৃহস্পতিবার রাতে। আবাসিক এলাকার ২নং সড়কে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে, এক নম্বর সড়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের বাসভবন।
স্থানীয়রা জানায়, অংকুর সোসাইটির স্কুলের মাঠে যারা খেলছিল তারা গায়ে বল পড়ার জন্য ওই যুবকের কাছে মাপ চান। এতেও তিনি শান্ত হননি, উল্টো তাদের মারতে তেড়ে আসেন। এসময় সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রাতের বেলায় গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদের নেতৃত্বে সেখানে পুলিশ গেলেও কাউকে আটক করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।