রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মোঃ ওমর ফারুক, ফেনী থেকে : ফেনীর ফুলগাজী উপজেলা বাজারের মধ্যে দিয়ে প্রবাহমান মুহুরী নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দ্রæততার সাথে নতুন ব্রীজ নির্মাণ যে কোন সময়ে যান চলাচলরত অবস্থায় জরাজীর্ণ ব্রিজটি ধসে পড়ে মারাত্মক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। জানা গেছে, ১৯৯০ সালের দিকে বিএনপি ক্ষমতায় আসার পর ফেনী-পরশুরাম আঞ্চলিক সহাসড়ক সংস্কার ও প্রশস্ত করণের অংশ হিসেবে ফুলগাজী বাজারে মুহুরী নদী পারাপারে ১ লেন বিশিষ্ট ১টি সরু বেইলী ব্রীজ নির্মাণ করা হয়। ব্রিজ নির্মাণের পর বর্তমানে প্রায় ৩০ বছর অতিক্রান্ত হয়েছে। ব্রীজের অবস্থা এখন জীর্ণশীর্ণ। উপরের পাতগুলো পাতলা হয়ে মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোতে ফেনী সড়ক বিভাগের উদ্যোগে সিমেন্ট পাথর আর কংক্রিট দিয়ে বার বার ঢালাই দেওয়া হলেও কাজ হচ্ছে না। ব্রীজের ষ্টীলের পিলার, গার্ডার, পাত, নাট বোল্টের নড়বড়ে অবস্থা। যাত্রীবাহী বাস কিংবা মালবাহী যান চলাচলে প্রতিনিয়ত ব্রীজটি খুলে পড়ছে বলে মনে হয়। ফলে ব্রীজ পারাপারে প্রতিনিয়ত ভয়ে আর আতঙ্কে থাকেন যাত্রীরা। ফেনী বিলোনীয়া স্থল বন্দর সড়কে হওয়ায় ব্রীজের উপর দিয়ে পাথর, ইট, সিমেন্টবাহী ভারী যানবাহন চলাচল করে। এছাড়া সাদা বালুর খনিক্ষেত পরশুরামের প্রায় ১০টি বালুমহলের বালুবাহী ভারী ট্রাকগুলো এ ব্রীজ ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। ফলে প্রতিদিন প্রচন্ড চাপ পড়ে ব্রীজের উপরে। এছাড়া ফেনী-পরশুরাম সড়কে ৪২টি পরশুরাম থেকে চট্টগ্রাম ও ঢাকার পথে আরো প্রায় ৪০ টি যাত্রীবাহী বাস নিয়মিত চলাচল করে। ফেনী সড়ক বিভাগের সাথে যোগাযোগ করা হলে সার্ভে অফিসার মোছলে উদ্দিন জানান ঝুঁকিপূর্ণ ব্রীজের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নতুন করে ব্রীজ নির্মাণের চুড়ান্ত খসড়া পাঠানো হয়েছে। প্রায় ৬ কোটি টাকা নির্মাণ ব্যয় ধরে ২৪ ফুট চওড়া ও ১৪০ ফুট দৈর্ঘ্যের নতুন গার্ডার ব্রীজ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। পিএমপি’র মাধ্যমে দ্রæততার সাথে ব্রীজ নির্মাণের কাজ হাতে নেয়া হবে বলে জানা গেছে। ব্রীজটি নির্মাণে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম জোর তদবীর করছেন বলে জানা গেছে। ফেনীর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম জানান ফুলগাজীর মুহুরী নদীর উপর ঝুঁকিপূর্ন বেইলি ব্রীজের স্থলে নতুন গার্ডার ব্রীজের নির্মাণ প্রক্রিয়া দ্রæততার সাথে এগিয়ে চলছে। অল্প সময়ের মধ্যে এ কাজের টেন্ডার আহŸান করা হবে বলে উল্লেখ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।