Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামান্য বৃষ্টিতেই হাটু পানি

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী-আল আমিন মার্কেট সড়কে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রায় পাঁচ কিলোমিটার সড়কের অধিকাংশ এলাকায় কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন চাঁপাচৌ, ঝিকড্ডা, ময়ূরপুর, বিঞ্চুপুর, সুরিকরা, রামপুর, রাজবল্লভপুর উত্তর পাড়াসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ চলাচল করে। চাঁপাচৌ গ্রামের কয়েকটি স্থানে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণসহ সড়কের পাশে ড্রেনের জায়গায় দেয়াল নির্মাণ করার কারনে প্রায় পানি জমে থাকে। চাঁপাচৌ উত্তর পাড়া জামে মসজিদের প্রস্রাবখানার প্রস্রাব সড়কের জমাট পানির সাথে মিশে যায়। দূষিত জমাট পানি পাড়ি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার লোককে গুণবতী বাজারে যেতে হয়। মাঝে মাঝে ইঞ্জিন চালিত যানবাহনকে এসব স্থানে বিকল হয়ে পরে থাকতে দেখা যায়। সড়কটি মেরামতসহ অবৈধভাবে দখলকরা জায়গা উদ্ধার করে পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা করার জন্য রেলপথমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ