রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : রাণীশংকৈলে বৈশাখী মেলা বন্ধ হওয়াকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে ডিগ্রী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতীকী প্রতিবাদকে কেন্দ্র করে পৌরমেয়র ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। প্রতিবাদকারীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত বৃহস্পতিবার বিকেল ৫টায় সাংস্কৃতিক কর্মীরা ডিগ্রী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সোহেল রানার নেতৃত্বে শহীদ মিনারে প্রতীকী প্রতিবাদ জানায়, মেলা বন্ধ করা হল কেন প্রশাসন জবাব চাই। খবর পেয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরমেয়র আলমগীর সরকার তার লোকজন নিয়ে প্রতিবাদ সভা ছত্রভঙ্গ করে দেয়। এনিয়ে একপর্যায় উভয়ের মধ্যে এক সংঘর্ষের সৃষ্টি হয়। পরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে বৈশাখ উদ্যাপন কমিটির সম্পাদক আবু শাহানশাহ ইকবাল বলেন, আজকে আমাদের কোন কর্মসূচি ছিলনা। মেলার এক সপ্তাহের অনুমতি ছিল। মেয়াদ শেষ হওয়ায় মেলা ভেঙ্গে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।