Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃদ্ধার লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলাধীন পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রাম থেকে জায়েদা খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহষ্পতিবার রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ভাঙ্গুড়া থানা ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ওই গ্রামের মৃত ময়েজ মেম্বারে দ্বিতীয় স্ত্রী জায়েদা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের কন্যা ওয়াজেদা খাতুন জানান, তার মা একাকী ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। বৃহষ্পতিবার রাতে কে বা কারা জানালার গ্রীল কেটে তার মায়ের ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে। শুক্রবার সকালে মাকে ডাকার জন্যে তার ঘরে গেলে দরজা খোলা ও জানালার গ্রীল কাটা অবস্থায় দেখতে পান। ঘরে ঢুকে ওয়াজেদা তার মায়ের গলায় পরনের শাড়ি পেচানো ও কাঁথা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে। ঘটনার সময় তার ছোট ভাই জাহিদ মাষ্টার বাড়িতে ছিলো না। বৃদ্ধার সম্পত্তি পাওয়ার লোভে পরিবারে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে পুলিশ এ দিকটি চিন্তায় রেখে পূর্ব শত্রæতার জের ধরে অন্য কেউ এই হত্যাকান্ডের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ