Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সংবাদ সম্মেলনে অভিযোগ মামলা হলেও ধরা-ছোঁয়ার বাইরে ভ‚মি দস্যুরা

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে ভ‚মি দস্যুতা ও নৈরাজ্য ঠেকাতে থানায় মামলা হলেও চিহ্নিত আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে থাকার সুযোগ পাচ্ছে। গতকাল শুক্রবার সকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কৃষক মাহবুবর রহমান (৪৮) লিখিত বক্তব্যে বলেন, পূর্ব কঞ্চিপাড়া গ্রামের ছবির উদ্দিনসহ চিহ্নিত ভ‚মি দস্যুরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গত ১৫ এপ্রিল মাহবুবর রহমানের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৫৬ শতক জমিতে ভুট্টা আবাদের প্রায় ৭৫ মণ ফসল জোরপূর্বক কর্তন করে। এসময় তার পরিবারের লোকজনের বাঁধা প্রদানের চেষ্টা করলে উক্ত চিহ্নিত ভ‚মি দস্যুরা তাদের উপর হামলা চালায়। দস্যুদের এলোপাথারিভাবে মারপিটে ৩ জন আহত হয়। এসময় তার স্ত্রী ওমেদা বেগমকে শ্লীলতাহানী করে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তারা ৫৫ হাজার টাকা মূল্যের ভূট্টা ফসল কর্তন করে নিয়ে যায়। তিনি আরও উল্লেখ করেন, ভূমি দস্যূরা নালিশী সম্পত্তির শরিক ওয়ারিশ দাবি করে ইতোপূর্বে ফুলছড়ি সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। কিন্তু বিজ্ঞ আদালতের রায়ে তা দোতরফা সূত্রে খারিজ আদেশ পাওয়া যায়। এই রায় দালিলিক প্রমাণের ভিত্তিতে মাহবুবর রহমানের পক্ষে ঘোষিত হলেও উক্ত আদেশ উপেক্ষা করে সংশ্লিষ্ট বাদী পক্ষ ভ‚মি দস্যুদের ছত্র ছাঁয়ায় নালিশী তফশীলভূক্ত জমি বেদখলের পায়তারায় লিপ্ত এবং বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে একাধিক গ্রাম্য সালিশেও কোন সুরাহা না হওয়ায় অবশেষে গত ১ মে ফুলছড়ি থানায় একটি এজাহার লিপিবদ্ধ করতে গিয়েও বিড়ম্বনার শিকার হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ