Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যহাতির আক্রমণে আহত ৪

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই হতে রাঙ্গামাটি নতুন সড়কে (আগর বাগান) এলাকায় বন্যহাতির আক্রমণে ৪জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কাপ্তাই হতে মোটরসাইকেল যোগে রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ার কাঠ ব্যবসায়ী নুরুল কবির (৪০) ও মোঃ আজিম (৩৮) কে বন্যহাতির আক্রমণ করার গুরুত্বর আহত হয়েছে। এছাড়া আরো দু’জনকে আক্রমণ করলে তাঁদের অবস্থা গুরুত্বর হওয়ায় দু’জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে সূত্রে জানা যায়। তাৎক্ষনিক তাদের নাম পাওয়া যায়নি। এদিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের সংবাদ আমিও শুনেছি, তবে কেউ মারা গেছে কিনা আমি সংবাদ পাইনি। বর্তমানে কাপ্তাই এলাকায় বন্যহাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে। এলাকার লোকজন পথচারীরা আতঙ্কে চলাচল করছে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ