রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জে নদী পথে ভেঁসে আসা একটি গরু এখন পুলিশ হেফাজতে রয়েছে। গরুটির মালিক কে, কোন এলাকা থেকে ভেঁসে এসেছে তা কেউ জানে না। ব্রহ্মপুত্র নদের পানিতে ভেঁসে যাওয়ার সময় স্থানীয় ৭/৮ জন লোক সাতরিয়ে গরুটি উদ্ধার করে। গত বৃহস্পতিবার উদ্ধারের পর সবাই গরুটিকে নিজের আয়ত্বে নিতে চায়। দেখা দেয় উদ্ধারকারীদের মধ্যে চরম মতবিরোধ। জানা গেছে, উপজেলার কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদের পানিতে গরুটি ভেসে যাওয়ার সময় ওই ইউনিয়নের ৭/৮ জন লোক উদ্ধার করে। অনেকের মতে গরুটি অনেক দূর থেকে ভেঁসে এসেছে। কিন্তু উদ্ধারকারীদের সবাই গরুটি নিতে চাইলে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। অবশেষে ইউপি চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে গরুটি উদ্ধার করে তাদের হেফাজতে রাখে। এঘটনায় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, প্রকৃত মালিক না পাওয়া পর্যন্ত গরুটি পুলিশ হেফাজতে থাকবে। কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোক্তারুল আলম জানান, গরুটি এখন পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে এবং প্রকৃত মালিকের সন্ধান করা হচ্ছে। তিনি আরও জানান, যদি মালিক পাওয়া না যায় তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।