Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক নজরে বিভিন্ন জেলার এসএসসি পরীক্ষার ফলাফল

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: রাজধানী ঢাকা স্কুলগুলোর মতো প্রত্যেক বিভাগ-জেলায় এসএসসি পরীক্ষায় ফলাফলে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্টে আনন্দ-উল্লাসের খবর পাওয়া গেছে।
ঝিনাইদহ ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, এবারের এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীন এ কলেজ থেকে ৫২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। তারা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র। ঝিনাইদহ ক্যাডেট কলেজ অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী জানান, ছাত্রদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভাল করবে বলেও জানান তিনি।
নাটোরে শীর্ষে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়
নাটোর জেলা সংবাদদাতা জানান, এবারের এসএসসি পরীক্ষায় ১৩৫ জন জিপিএ ৫ ও শতভাগ পরীক্ষার্থী পাশের মধ্যে দিয়ে জেলায় শীর্ষ স্থান দখল করেছে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় । এই বিদ্যালয়ের মোট ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। এছাড়া বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল শতভাগ পাশসহ ৮৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়ে জেলায় দ্বিতীয় স্থান এবং নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৮ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়ে তৃতীয় স্থান দখল করেছে ।
নেছারাবাদে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, নেছারাবাদে এবারের এসএসসি পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী জিপিএ ৫ সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। উপজেলার স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে ১৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারো শীর্ষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০৫ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতে জেলায় এবারো শীর্ষে রয়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। এবার এই স্কুল থেকে ১৪৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
এবারও পাবনা ক্যাডেট কলেজের অভাবনীয় সাফল্য
পাবনা জেলা সংবাদদাতা জানান, পাবনায় এবারে এসএসসি পরীক্ষায় সহ¯্রাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে পাবনা ক্যাডেট কলেজ থেকে এবারও শতভাগ পাশ করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫০ ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। পাবনা জেলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছেন ২০২ জন। পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২০০ ছাত্রী। এছাড়া পাবনার ঈশ্বরদী ইক্ষু গবেষণা স্কুলে পাশের হার শতভাগ।
আখাউড়ায় জিপিএ-৫ পেয়েছে ১৯ জন
আখাউড়া উপজেলা সংবাদদাতা সংবাদদাতা জানান, এসএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ১৯ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এ বছর উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে জিপি-৫ প্রাপ্তির দিক থেকে তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় প্রথম স্থানে রয়েছে। এছাড়া উপজেলার একক নারী শিক্ষা প্রতিষ্ঠান নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২য় এবং রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় ৩টি জিপিএ-৫ পেয়ে ৩য় স্থানে রয়েছে।
সৈয়দপুরে জিপিএ- ৫পেয়েছে ৪৩৯ জন
সৈয়দপুর উপজেলা সংবাদদাতা জানান, পরীক্ষায় দিনাজপুর বোর্ডের অধীন নীলফামারী জেলার ৬টি উপজেলা থেকে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৯৫০জন। তন্মধ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৩৯জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪২১ জন, ব্যবসায় শিক্ষায় ১৬ জন এবং মানবিক বিভাগে ২জন। উপজেলায় জিপিএ- ৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
ওসমানীনগরে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, সিলেটের ওসমানীনগরে পাশের হার বৃদ্ধি পেলেও কমেছে জিপিএ-৫। এ বছর ৩টি কেন্দ্রের অধীনে ২০টি বিদ্যালয় থেকে ১৮৬১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৫১৫জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১জন পরীক্ষার্থী গড় পাশের হার প্রায় ৮২ শতাংশ। এর আগের বছর ১৫জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল এবং গড় পাশের হার ছিল প্রায় ৮০ শতাংশ।
প্রতিষ্ঠান ভিত্তিক সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে গোয়ালাবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়। সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাশ করেছে শাহ সিদ্দিক জামেয়ায়। তাদের পাশের হার ৯৭ শতাংশ। এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১টি কেন্দ্রের অধীনে দশটি মাদ্রাসা থেকে ৪১১জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৬৭ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৬৪ দশমিক ৯৬। সর্বোচ্চ প্রায় ৯৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে মিনা বেগম মহিলা দাখিল মাদ্রাসায়।
বরুড়ায় ফলাফলে অভিভাবকদের হতাশা
বরুড়া সংবাদদাতা জানান, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক নয়। ফলাফল দেখে অভিভাবকরা হতাশা ব্যক্ত করেছেন।উপজেলার স্কুল থেকে মোট ৩ হাজার ৮‘শত ১৭ জন পরীক্ষা দিয়ে ২ হাজার ১৯৯ জন পাশ করে। মাদ্রাসা থেকে ৮৯৬ জন পরীক্ষা দিয়ে ৬২৯ জন পাশ করে।। মাধ্যমিক থেকে ৩৪ জনও মাদ্রাসা থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলার স্কুলের পাশের হার ৫৭ দশমিক৬১, মাদ্রাসা থেকে পাশেরহার ৭০দশমিক ২০। এ বছর বরুড়া উপজেলার ২টি মাদ্রাসা থেকে শত ভাগ পাশ করেছে।
কুমিল্লা বোর্ডে শতভাগ অকৃতকার্য ২টি স্কুলই চৌদ্দগ্রামের
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লা শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে শতভাগ অকৃতকার্য দুইটি প্রতিষ্ঠানই চৌদ্দগ্রাম উপজেলায়। প্রতিষ্ঠান দুইটি উপজেলার জগন্নাথদিথী ইউনিয়নের পায়েরখোলা আর এম বি আর উচ্চ বিদ্যালয় ও চিওড়া ইউনিয়নের কে জি আহম্দে বালিকা উচ্চ বিদ্যালয়। পায়েরখোলা বিদ্যালয় থেকে ৩২ জন পরীক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নেয়। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ১৬, দুই বিষয়ে ৭, তিন বিষয়ে ৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। অপরদিকে চিওড়া কে জি আহম্দে বালিকা বিদ্যালয় থেকে ২৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সবাই অকৃতকার্য হয়।
ফরিদগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৫২
ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, বৃহস্পতিবার ঘোষিত ২০১৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে ফরিদগঞ্জে মোট ৫২জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ৪৪জন এসএসসি ও দাখিলে ৮জন । এসএসসিতে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪১৩৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯৪৯ জন । পাশের হার ৭১.৩২ এবং দাখিলে মোট ৫১টি প্রতিষ্ঠান থেকে ১৫০৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২৫৪জন। পাশের হার ৮৩.৩৭ভাগ।
ফুলপুরে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন পরীক্ষার্থী। মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, ফুলপুর উপজেলায় ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় ২৪টি স্কুল থেকে ১৬৩৪ জন অংশ গ্রহণ করে ১৩৯৪ জন উত্তীর্ণ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ