Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলমাকান্দায় ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-এর কার্ড ও চাল বিতরণে কলমাকান্দায় অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে প্রকাশ, গত ২ মে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের ৪ শত বন্যা দূর্গত ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ভিজিএফ-এর চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। ভিজিএফ-এর চাল ও টাকা বিতরণের সময় খারনৈ ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য বরাদ্দকৃত ৩৮ কেজির স্থলে ৩০ কেজি করে চাল ও পাঁচশত টাকা নগদ বিতরণ করেন। চাল কম দেয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
বৈঠাখালী গ্রামের সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীন, আলমগীর হোসেন, তরিকুল ইসলাম, সাহ্বাজ উদ্দিনসহ অসংখ্য ভূক্তভোগী পরিবার ওজনে কম বিষয়টি তাৎক্ষনিক কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে জানান। এছাড়াও খারনৈ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-এর তালিকা প্রণয়নেও অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগীদের অভিযোগ, কোন কোন পরিবার ভিজিডি পেলেও তাদেরকেও ভিজিএফ-এর কার্ড দেওয়া হয়েছে। এতে চেয়ারম্যানের অনুগত ও পছন্দসই লোকজন ঘোরেফিরে লাভবান হলেও প্রকৃত ক্ষতিগ্রস্থ অনেক কৃষক পরিবার ত্রান পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
খারনৈ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমীন শেখ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই এই চেয়ারম্যান সরকারের দেয়া ৩৮ কেজি চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক বলেন, পরিপত্র ঠিক মত বুঝতে না পারায় ভুলবশত ৩০ কেজি চাল দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রত্যেক পরিবারকে আরও ৮ কেজি করে চাল দিয়ে দিব।
কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, এপ্রিল মাসের ৮ দিনের ৮ কেজি এবং মে মাসের ৩০ কেজিসহ মোট ৩৮ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও চেয়ারম্যান ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন। এ ব্যপারে আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানীত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ