Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগিয়ে পিকআপ চালক ও মালিক এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আস্পাড়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটুলাহাট গ্রামের আমিনুলের পুত্র পিকআপ চালক আল-অমিন (২৪) ও উপজেলার চকপাড়া গ্রামের আবুল কালামের পুত্র গাড়ীর মালিক আমিনূল ইসলাম (২৮)। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মুরগিবাহী পিকআপ (নং ঢাকা মেট্রো-ড ১১-৫১৯৯) নিয়ন্ত্রন হারিয়ে রং সাইডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চালক আল-আমিন ও হাসপাতালে নেয়ার পথে আমিনুল ইসলাম মারা যায়। ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ ও পিকআপটি উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ