Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দুটি মার্সিডিজ জব্দ

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর মুরাদপুরে একটি গ্যারেজ থেকে দুটি মার্সিডিজ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার রাতে কোল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার নামের ওই গ্যারেজে রাখা গাড়ি দুটি জব্দ করা হয়। এর মধ্যে একটি এসইউভি, অন্যটি সেডান। দুটি গাড়ীর দাম প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারেক মাহমুদ বলেন, কারনেট সুবিধায় আনা গাড়ি দুটি শর্ত মেনে ফেরত নেওয়া হয়নি, শুল্ক ফাঁকি দিয়ে হাতবদল করা হয়েছে। শুল্কসহ হিসাব করলে গাড়ি দুটির দাম প্রায় সাড়ে চার কোটি টাকা হবে বলে জানান তিনি।
এর মধ্যে এসইউভির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো ঘ-১৪-১৭৫৩ এবং সেডানের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ভ-১৪-০২২১। বিআরটিএতে খোঁজ করে শুল্ক গোয়েন্দারা জেনেছেন, দুটি নম্বরপ্লেটই ভুয়া। গ্যারেজ মালিকের বরাত দিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা তারেক জানান, বিশ্বজিৎ নামের একজন মার্সিডিজ এসইউভি এবং যুবরাজ নামে অপর এক ব্যক্তি মার্সিডিজ সেডানটি সার্ভিসিংয়ের জন্য গ্যারেজে রেখে যায়।
জানা যায় ২০১১ সালের ৫ জানুয়ারি মোহাম্মদ মনসুর আলী নামের একজন লন্ডন থেকে মার্সিডিজ এসইউভিটি নিয়ে আসেন। আর মোহাম্মদ আশরাফুল আলম নামের আরেক লন্ডনপ্রবাসী ২০১০ সালের ২৫ ডিসেম্বর আনেন সেডানটি। নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত নিয়ে যাওয়ার শর্তে কারনেট সুবিধায় শুল্কমুক্তভাবে গাড়িগুলো আনা হয়েছিল। কিন্তু তা না করে মালিকরা শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি দুটি হাতবদল করেছেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ