Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যাংকের প্রভাবে শেয়ারবাজারে পতন

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে আবার দরপতন হয়েছে। বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪ পয়েন্ট এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স কমেছে ১৮ পয়েন্ট। তবে উভয় বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও মূলত ব্যাংক খাতের কোম্পানিগুলোর দরপতনের কারণে মূল্যসূচক কমেছে। লেনদেন হওয়া ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে মাত্র পাঁচটির শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বাকি সবকটির দরপতন হয়েছে।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৩ কোটি ৭২ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৮৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ৯৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৮৪ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ২৭৫ পয়েন্টে এবং ৭ দশমিক ৪০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১৩৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, শাহজিবার পাওয়ার, বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, ডোরিন পাওয়ার এবং বারাকা পাওয়ার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: তসরীফা ইন্ডাঃ, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, রিপাবলিক ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, বিডি ফাইন্যান্স ও বারাকা পাওয়ার। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স, জিলবাংলা সুগার, মডার্ন ডাইং, আইএফআইসি, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ডেফোডিল কম্পিউটার, বিডি অটোকারস, জনতা ইন্সুরেন্স, ইসলামিক ফাইন্যান্স ও মাইডাস ফাইন্যান্স।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৯ কোটি ৬৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৭ কোটি ৯৪ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১০ হাজার ৪১৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৭ হাজার ১৭৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯১ দশমিক ০৩ পয়েন্ট কমে ১৫ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংকের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ