রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনা ব্যুরো : খুলনার জিরোপয়েন্টস্থ গাজী মটরস ব্যবসা প্রতিষ্ঠান ও জমি জোরপূর্বক দখল, মিথ্যা অপপ্রচার ও জীবন নাশের হুমকি থেকে রেহাই পেতে গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ বিল্লাল হোসন মিয়ার পক্ষে তার ছেলে আবু হুরাইরা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা একজন আহত মুক্তিযোদ্ধা। খুলনার জিরোপয়েন্টস্থ ব্যবসা প্রতিষ্ঠান গাজী মটরস ও জমির প্রকৃত মালিক আমার পিতা। আমার পিতা দীর্ঘদিন যাবত আমাদের ব্যবসা প্রতিষ্ঠান গাজী মটরস পরিচালনা করে আসছে। আর গাজী মটরস এর ট্রেড লাইসেন্স ও জমির দলিল এবং অন্যান্য কাগজপত্র আমার পিতার নামেই রয়েছে। আমার পিতা অসুস্থতার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে তেমন একটা সময় দিতে পারেনা এবং ২০১১ সালে সে হজে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া আমি প্রাপ্ত বয়স্ক না হওয়ায় আমাদের প্রতিষ্ঠানে দায়ভার জাহিদ হাসান জিয়ার হাতে তুলে দেয়া হয়। সেই থেকে আমাদের প্রতিষ্ঠানের এমডি হিসাবে জাহিদ হাসান জিয়া দায়িত্ব পালন করে আসছে এবং চুক্তি অনুযায়ী মাসে এক লক্ষ টাকা করে দিয়ে আসছিল। কিন্তু বর্তমানে সে কোন প্রকার টাকাতো আমাদের দেয়না বরং আমাদের প্রতিষ্ঠান, জমি ও মালামাল তার নামে লিখে দেয়ার জন্য ভয়ভীতি ও চাপ দিয়ে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।