Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসতবাড়ি থেকে উচ্ছেদে প্রাণনাশের হুমকি

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোমতাজ আলী আকন্দের বসতবাড়ী থেকে তার পরিবারকে উচ্ছেদ করার জন্য তার প্রতিবেশি আব্দুল মালেক সরকার মিন্টু সন্ত্রাসী বাহিনী দ্বারা ভয়ভীতি প্রর্দশন ও জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন। অভিযোগে জানা যায়, গাইবান্ধা পলাশবাড়ী মহাসড়কের পার্শ্বে ৮শতাংশ জমির উপর বসত বাড়ী নির্মাণ করে বীর মুক্তিযোদ্ধা মোমতাজ আলী তার পরিবার পরিজন নিয়ে স্বত্বাধিকারী হিসাবে খাজনাদি পরিশোধ পূর্বক বৈধ ভাবে বসবাস করে আসছে। তার প্রতিপক্ষ মিন্টু মিয়া প্রভাবশালী মহলে ষড়যন্ত্রের মাধ্যমে জোরপূর্বক বেদখল করে তাকে উচ্ছেদ করার জন্য তার বাড়ীতে হামলা করে এবং তার ঘর সংলগ্ন একটি স্কুলের বেড়ায় সুচালো বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে চালা ও বেড়া ভাঙচুর করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ