রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা সহকারী বিজ্ঞ জজ মোঃ লিটন হোসেনের আদালতে গত বুধবার সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে শরিফুল ইসলামের প্রদত্ত নিয়োগ বেআইনী ও বাতিল ঘোষণা করা হয়েছে। সেই সাথে নিয়োগ প্যানেলের দ্বিতীয় অবস্থানে মোঃ সুজন মিয়াকে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে নিয়োগ দানের জন্য নির্দেশ প্রদান কারা হয়েছে। ওই বিদ্যালয়ের জন্য ২০১২ সালের ৯ ডিসেম্বর দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়। ২০১৫ সালের ২৬ জানুয়ারি ওই পদে অংশ গ্রহণ মূলক প্রার্থীদের মধ্যে থেকে ৩ জনের একটি প্যানেল তৈরি করে শরিফুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ প্রার্থী শরিফুল ইসলামের বয়স তথ্য গোপন করে বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক ৩০ বছরের স্থলে তার বয়স ৩৬ বছর ৪ মাস ২১ দিন হওয়ায় বিজ্ঞ আদালত জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য কাগজপত্র যাচাই বাচাই করে তার নিয়োগপত্র বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়। এদিকে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগের জন্য মোঃ সুজন মিয়া যোগদান করতে গেলে কর্তৃপক্ষ নিয়োগ দানে তাল বাহানা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।