Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তথ্য গোপন করায় নিয়োগ বাতিল

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা সহকারী বিজ্ঞ জজ মোঃ লিটন হোসেনের আদালতে গত বুধবার সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে শরিফুল ইসলামের প্রদত্ত নিয়োগ বেআইনী ও বাতিল ঘোষণা করা হয়েছে। সেই সাথে নিয়োগ প্যানেলের দ্বিতীয় অবস্থানে মোঃ সুজন মিয়াকে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে নিয়োগ দানের জন্য নির্দেশ প্রদান কারা হয়েছে। ওই বিদ্যালয়ের জন্য ২০১২ সালের ৯ ডিসেম্বর দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়। ২০১৫ সালের ২৬ জানুয়ারি ওই পদে অংশ গ্রহণ মূলক প্রার্থীদের মধ্যে থেকে ৩ জনের একটি প্যানেল তৈরি করে শরিফুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ প্রার্থী শরিফুল ইসলামের বয়স তথ্য গোপন করে বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক ৩০ বছরের স্থলে তার বয়স ৩৬ বছর ৪ মাস ২১ দিন হওয়ায় বিজ্ঞ আদালত জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য কাগজপত্র যাচাই বাচাই করে তার নিয়োগপত্র বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়। এদিকে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগের জন্য মোঃ সুজন মিয়া যোগদান করতে গেলে কর্তৃপক্ষ নিয়োগ দানে তাল বাহানা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ