Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সাভারে যাত্রীবাহী বাস ও তিন বাড়িতে ডাকাতি আহত ১০

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার (ঢাকা) থেকে : ঢাকার সাভারে একটি চলন্ত যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় বাসের সকল যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা সিটের সাথে বেঁধে কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রজনীগন্ধা পরিবহনে এ ডাকাতির ঘটনা ঘটে। বাস যাত্রীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩০/৩৫ জন বাস যাত্রী ঢাকার গাতবলী আসার জন্য রাতে রওয়া হয়। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় পৌঁছলে বাসে যাত্রীবেসে থাকা ডাকাতরা অস্ত্রের মুখে সকল যাত্রীকে সিটের সাথে হাত-পা বেঁধে নগদ টাকা ও মোবাইল ফোনসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে ব্যাংক টাউন এলাকায় তারা বাস থেকে নেমে পালিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। ডাকাতরা ওই বাসে থাকা তিন জন নারীকে লাঞ্ছিত করে বলেও অভিযোগ করেন বাস যাত্রীরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত যাত্রীরা সাভারের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। অপরদিকে বুধবার রাতে সাভারের মিটন কৃষ্ণপুর গ্রামে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই তিনটি বাড়ি থেকে ডাকাতরা নগদ টাকা ও গরু নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে জানতে সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ